Endowment Assurance
মেয়াদী বীমা (লাভ-ক্ষতি ভিত্তিক)
জনপ্রিয় ও সর্বাধিক প্রচলিত এই পরিকল্পে বীমা গ্রহীতার অকাল মৃত্যুতে অথবা মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে। বীমার মেয়াদকাল পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু ঘটলে অর্জিত বোনাস সহ বীমাকৃত টাকা প্রদান কারা হয়। এই অর্থ অবসরকালীন জীবনে স্বাচ্ছন্দ্য আনতে সহায়তা করে। এই অর্থ দ্বারা বীমাগ্রহীতার ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ মেটাতে পারেন। ব্যবসায় পুঁজি খাটিয়েও লাভ করা যায়।
এই পরিকল্পের সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (DIAB) এবং দুর্ঘটাজনিত মৃত্যু ও অঙ্গহানী বীমা (PDAB) গ্রহন করা হয়। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত। এই পরিকল্পের অধীনে ন্যূনতম ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার বীমা পলিসি গ্রহন করা যায়।