প্রত্যাশিত মেয়াদি বীমা- পাঁচ কিস্তি
প্রত্যাশিত মেয়াদি বীমা- পাঁচ কিস্তি বীমাগ্রহীতার জরুরী আর্থিক প্রয়োজন মেটাতে সহায়তা করে। বীমা চলাকালীন সময়ে ০৫ (পাঁচ) কিস্তির মাধ্যমে বীমার টাকা প্রদান করার ব্যবস্থা এই পরিকল্পে রাখা হয়েছে, যাতে বীমা গ্রহীতা ভবিষ্যতে আর্থিক প্রয়োজন একাধিকবার মেটাতে সক্ষম হন। বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে বীমার পুরো টাকা পরিশোধ করার নিশ্চয়তা হরেয়ছে। ১০, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও বীমার মেয়াদ কালে বীমা গ্রহীতার মৃত্যু হলে বীমা অঙ্কের সম্পূর্ন টাকা অর্জিত বোনাস সহ প্রদান করা হয়। এই পরিকল্পের অধীনে ১৫, ২০, ২৫ কিংবা ৩০ বছর মেয়াদের বীমা হয়ে থাকে। মেয়াদকালে বিভিন্ন সময়ে দেয় কিস্তির পরিমাণ নিম্নরুপ:
(ক) মেয়াদের এক-পঞ্চমাংশ শেষে বীমাকৃত অর্থের শতকরা ১০ ভাগ।
(খ) মেয়াদের দুই-পঞ্চমাংশ শেষে বীমাকৃত অর্থের শতকরা ১৫ ভাগ।
(গ) মেয়াদের তিন-পঞ্চমাংশ শেষে বীমাকৃত অর্থের শতকরা ২০ ভাগ।
(ঘ) মেয়াদের চার-পঞ্চমাংশ শেষে বীমাকৃত অর্থের শতকরা ২৫ ভাগ।
(ঙ) মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ বীমা অঙ্গের অবশিষ্ট ৩০ ভাগ।
এই পরিকল্পের সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (DIAB) এবং দুর্ঘটাজনিত মৃত্যু ও অঙ্গহানী বীমা (PDAB) গ্রহন করা হয়। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত। এই পরিকল্পের অধীনে ন্যূনতম ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার বীমা পলিসি গ্রহন করা যায়।