একক প্রিমিয়াম বীমা (বোনাসবিহীন)
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এককালীন প্রিমিয়াম প্রদান সাপেক্ষে বৃহৎ জনগোষ্ঠীকে বীমা ব্যবস্থার আওতায় অনায়নকল্পে বীমাযোগ্য স্বার্থ বিবেচনায় রেখে ব্যাংকের স্থায়ী আমানতের অনুরুপ এক নিশ্চিত লাভের পরিকল্প প্রণয়ন করেছেন। যারা ব্যাংকে স্থায়ী আমানত রাখতে আগ্রহী তাদেরকে এই বীমা গ্রহণে উদ্বুদ্ধ করে বীমার মাধ্যমে লাভজনক বিনিয়োগ ছাড়া ও অকাল মৃত্যুতে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়। বিদেশে কর্মরত বাংলাদেশীদের কাছে এটি একটি আকর্ষনীয় গ্রহনযোগ্য পরিকল্প।
উক্ত পরিকল্পের সুবিধাসমূহঃ
১। এই পরিকল্পের মেয়াদ ৬ বছর হতে ১৫ বছর পর্যন্ত যে কোন মেয়াদে গ্রহন করা যায়।
২। মেয়াদান্তে বীমাগ্রহীতা বীমা অংকের নিশ্চিত দ্বিগুন পাবেন। মেয়াদের মধ্যে যে কোন সময় মৃত্যুতেও বীমা অংকের দ্বিগুন পাওয়া যাবে।
৩। বীমার শুরুতে একবারই প্রিমিয়াম প্রদান করা হয় বলে, বার বার প্রিমিয়াম দেয়ার ঝামেলা থাকে না।
৪। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত।