Child Protection Assurance (With Profit's)
শিশু নিরাপত্তা বীমা (লাভ ক্ষতি ভিত্তিক)
এই বীমা যুগ্মভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর দেয়া হয়। যদি মেয়াদপূর্তির পূর্বে প্রিমিয়াম দাতার মৃত্যু হয় তাহলে মৃত্যুর দিন থেকে মেয়াদপূর্তি পর্যন্ত দেয় প্রিমিয়াম মওকুফ হয়ে যায় এবং শিশুকে নিম্নোক্ত সুবিধা প্রদান করা হয় -
প্রতি হাজার টাকা বীমার জন্য বার্ষিক ১২০ টাকা হারে মৃত্যুকাল হতে শুরু করে মেয়াদ পূর্তি পর্যন্ত অথবা মেয়াদ পূর্তির পূর্বে শিশুর মৃত্যু হলে শিশুর মৃত্যুর দিন পর্যন্ত দেয়া হয়।
মেয়াদান্তে অর্জিত বোনাসসহ বীমার সম্পূর্ণ টাকা প্রদান করা হয়। যদি মেয়াদ পূর্তির পূর্বে শিশুর মৃত্যু হয় তাহলে নিম্ন বর্ণিত তালিকা অনুসারে বীমার টাকা প্রিমিয়ামদাতাকে দেয়া হয়।
শিশুর মৃত্যুকালে বীমার চলমান মেয়াদকাল | সুবিধা | |
৬ মাস পর্যন্ত |
বীমা অংকের ২৫% |
|
৬ মাসের অধিক কিন্তু ১২ মাসের অধিক নয় |
বীমা অংকের ৫০% |
|
১২ মাসের অধিক কিন্তু ২৪ মাসের অধিক নয় |
বীমা অংকের ৭৫% |
|
২৪ মাসের অধিক |
বীমা অংকের ১০০% |