Hajj Assurance (With Profit's)
হজ্জ্ব বীমা (লাভ সহ ক্ষতি ভিত্তিক)
ইসলামের ৫টি ফরজের অন্যতম ‘‘পবিত্র হজ্জ্ব’’। যার জন্য আর্থিক ও শারীরিক সামর্থ্যরে প্রয়োজন। তাই সময়মত হজ্জ্ব ও ওমরাহ্ আদায়ের নিমিত্তে আর্থিক সামর্থ্যরে নিশ্চয়তা বিধানে সহযোগিতা দানের জন্য ট্রস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড আপনার খেদমতে দিচ্ছে ‘‘হজ্জ্ব ও ওমরাহ’’ বীমা পলিসি। এ পলিসি সঞ্চয়ের এমন একটি মাধ্যম যা পবিত্র হজ্জ্ব, ওমরাহ পালন অথবা আপনার অন্য যে কোন প্রয়োজন পূরণে অর্থের যোগান দিতে কার্যকর ভূমিকা পালন করে।
এই পরিকল্পের সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (DIAB) এবং দুর্ঘটাজনিত মৃত্যু ও অঙ্গহানী বীমা (PDAB) গ্রহন করা হয়। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত।