দেনমোহর বীমা (লাভ ক্ষতি ভিত্তিক)
ইসলামে বিবাহ সুন্নত। মানব বংশ পূত পবিত্র ধারার উপর নির্ভরশীল। এর জন্য আর্থিক সামর্থ্য অন্যতম পূর্ব শর্ত। কেননা বিবাহে মোহরানা আদায় ফরজ। অত্যন্ত দূঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে মোহরানা আদায়ের এ ফরজ অনাদায়ী থেকে যায়। এজন্য হতে হয় চরম অভিসম্পাতের সম্মুখীন। পার্থিব শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে মোহরানা আদায়ের নিমিত্তে আর্থিক নিশ্চয়তা বিধানে সহযোগিতা দানের জন্য ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটডে আপনার সেবায় দিচ্ছে মোহরানা বীমা পলিসি। এ পলিসি সঞ্চয়ের এমন একটি মাধ্যম যা বিবাহ তথা বিবাহের মোহরানা আদায় সহ আপনার অন্য যে কোন প্রয়োজন পূরণে অর্থের যোগান দিতে কার্যকর ভূমিকা পালন করে।
এই পরিকল্পের সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (DIAB) এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা অঙ্গহানী বীমা (PDAB) গ্রহণ করা হয়।
প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত। এই বীমা মহিলা জীবনের উপর গ্রহন করা হয় না।