জনশক্তি রপ্তানী বীমা
বিদেশে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশী নাগরিক যারা কঠোর পরিশ্রম করে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করে চলেছেন, তাদের পরিবার বর্গের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘‘ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ’’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ‘‘জনশক্তি রপ্তানি বীমা’’ স্কীম চালু করেছে। এই স্কীমে বিদেশে কর্মরত বাংলাদেশীদের অকাল মৃত্যুতে অত্যন্ত অল্প প্রিমিয়ামের বিনিময়ে ট্রাস্ট ইসলামী লাইফ আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহন করেছে।
মৃত্যুতে প্রতি প্রাপ্যঃ
বিদেশে কর্মরত অবস্থায় এক বছরের মধ্যে যে কোন কারনে বীমা গ্রহীতার মৃত্যু হলে সেক্ষেত্রে বীমা গ্রহীতার বৈধ প্রতিনিধিকে ৪০০ টাকার প্রিয়ামে ৫০,০০০/- (পঞ্চশ হাজার) এবং ৮০০/- টাকার প্রিমিয়ামে ১,০০,০০০/- (এক লক্ষ্য) টাকা প্রদান করা হবে।
বেকার ভাতাঃ
যারা চাকুরী নিয়ে বিদেশ যাচ্ছেন, যদি তাদের নিজেদের কোন ক্রটি অথবা অযোগ্যতার কারণ ছাড়া যে এজেন্সীর মাধ্যমে বিদেশ গিয়েছেন, তাদের অথবা বিদেশী নিয়োগ কর্তার ক্রটির কারণে যদি ৩ (তিন) মাসের মধ্যে দেশে ফেরৎ আসেন তাহলে ‘‘ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ’’ তাকে প্রতি ৫০,০০০/- টাকা বীমার জন্য ৪,০০০/- (চার হাজার) এবং ১,০০,০০০/- টাকা বীমা অংকের জন্য ৮,০০০/- (আট হাজার) টাকা এককালীন বেকার ভাতা প্রদান করবে।