মাসিক সঞ্চয়ী ক্ষুদ্র বীমা
প্রচলিত বীমার পাশাপাশি বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশে মাসিক জমা পদ্ধতিতে ক্ষুদ্র বীমার ব্যাপক চাহিদা থাকায় ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড মাসিক সঞ্চয়ী বীমা নামে একটি নতুন পরিকল্প চালু করেছে। এই পরিকল্পের উদ্দেশ্য নিম্ন আয়ের জনগোষ্ঠির মাসিক ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে এককালীন অর্থ প্রদানের ব্যবস্থা ও সেই সাথে অকাল মৃত্যুতে অর্জিত মুনাফাসহ বীমাকৃত অংক প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।
মেয়াদপূর্তিতে বীমার সুবিধাঃ
মেয়াদপূর্তি পর্যন্ত বীমাগ্রাহক জীবিত থাকলে মেয়াদ শেষে মুদারাবা নীতিতে অর্জিত মুনাফা সহ বীমা অংকের সম্ভাব্য ১.৫ (দেড় গুন) প্রদান করা হবে।
ঋণ সুবিধাঃ
অন্ততঃ দুই বৎসর নিয়মিত মাসিক কিস্তি (প্রিমিয়াম) জমা দেয়ার পর অর্জিত সমর্পণ মূল্যের শতকরা ৯০ ভাগ নির্ধারিত ক্ষতিপূরণ (সার্ভিস) চার্জের ভিত্তিতে ঋণ পাওয়া যাবে, যাহা ১ বছরের মধ্যে প্রতি মাসে কিস্তির সাথে পরিশোধ করতে হবে।
অপারগতায় অর্থ ফেরতের সুবিধাঃ
পূর্ণ দুই বৎসর নিয়মিত কিস্তি জমা দিয়ে বীমা চালু রাখার পর বীমাগ্রাহক পরবর্তী মাসিক কিস্তিসমূহ (প্রিমিয়াম) জমা দিতে অপারগ হলে মেয়াদ শেষে বা মেয়াদপূর্তির পূর্বে গ্রাহকের মৃত্যুতে জমাকৃত টাকা অর্জিত মুনাফা সহ ফেরত দেয়া হবে।