অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে যথোপযু্ক্ত বিনিয়োগের মাধ্যমে প্রতিযোগীতামূলক অর্থনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা।
বীমাগ্রাহকদের প্রতি আমাদের সার্বক্ষনিক সজাগ দৃষ্টি ও ক্রমাগত গ্রাহকদের উচ্চ গুনগত মানের সেবা প্রদান করে আর্থিক নিরাপত্তার মাধ্যমে জীবনমান উন্নত করা । ব্যক্তি ও পরিবারের অধিকতর আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা । বীমাগ্রাহকের সঞ্চয় সমূহকে একত্রিত করে বিভিন্ন হিতকর ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে আকর্ষনীয় হারে বোনাস প্রদান করা।
নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমাদের সকল সেবা প্রদান করা হয়। আমরা সকল বীমাগ্রাহকের চাহিদা নির্দিষ্ট সময় সীমার মধ্যে শেষ করে থাকি এবং কাজের ব্যাপারে খুবই সচেতন ও আন্তরিক।
সেবার বিবরন | সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
---|---|
প্রস্তাবপত্র গ্রহন/যাচাই করন/সকল চাহিদা দেয়া সাপেক্ষে প্রস্তাব গ্রহন/বাতিল | ০১ দিন |
এফ.পি.আর ও পলিসি (দলিল) ইস্যু | ০১ দিন |
বীমা পলিসির আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন পরিবর্তন, ডুপ্লিকেট পলিসি (দলিল) ইস্যু | ০১ দিন |
নবায়ন প্রিমিয়াম জমা দেওয়ার বিপরীতে পাকা রশিদ প্রদান | ০১ দিন/ তাৎক্ষনাৎ |
পলিসি তামাদির ক্ষেত্রে বীমাকৃতের প্রতিপ্রাপ্য সুবিধাসমুহ সম্পর্কে নোটিশ প্রদান | প্রিমিয়াম প্রদেয়যোগ্য তারিখ হতে তিন মাস অতিবাহিত হওয়ার আগে |
তামাদি পলিসি পুন:বহাল (প্রয়োজনীয় চাহিদাদি দাখিল সাপেক্ষে) | ০১ দিন |
সমর্পন মুল্য প্রদান ও অবসর কালীন ভাতা, ইত্যাদি | ১৫ দিন |
প্রত্যাশিত সুবিধা | ১৫ দিন |
মৃত্যু দাবী পরিশোধ- সরেজমিনে তদন্ত ব্যতিত(প্রয়োজনীয় নথিপত্র দাখিল সাপেক্ষে) | ০২ দিন |
মৃত্যু দাবী পরিশোধ- সরেজমিনে তদন্তে (প্রয়োজনীয় নথিপত্র দাখিল সাপেক্ষে) | ০৩ দিন |
ঋন সুবিধা প্রদান | ৩০ দিন |
মেয়াদপূর্তির দাবী | ৩০ দিন |
অভিযোগের বিপরীতে কার্যকরী পদক্ষেপ | ০৩ দিন |